Posts

Showing posts from December, 2020

হেলিকপ্টার হুজুর ও খানা পিনা

হুজুর হেলিকপ্টার হইতে অবতরন করিলেন এরপর কিছুক্ষণ বিশ্রাম শেষে উন্নতমানের নাস্তা করিয়া হুজুর স্টেজে উঠিলেন। তারপর চোখের পানি ছেড়ে দিয়া কান্দিয়া কান্দিয়া নবীজি (সাঃ) কিভাবে খেজুরের পাটিতে শুইতেন, না খেয়ে পেটে পাথর বাঁধেন, কিভাবে পায়ে হেঁটে হেঁটে শতশত মাইল ভ্রমন করিয়া ইসলামের দাওয়াত দিতেন, কিভাবে প্রায়শই অনাহারে অর্ধাহারে থাকিতেন বয়ান করিলেন।  অতঃপর বয়ান শেষে গলা পর্যন্ত উদর পুর্তি করিয়া তৃপ্তির ঢেকুর তুলিয়া ৫০ হাজারের দুইটা বান্ডিল পকেটে পুরিয়া, আবার হেলিকপ্টার যোগে প্রস্থান করিলেন। আমরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলিতে বলিতে বাড়ীর পথে রওয়ানা হইলাম! এখন বলেন... কথা ঠিক না বেঠিক !